‘রোগীর সেবা ব্যাহত ইবনে সিনায়’

 

ঢাকার কেরানীগঞ্জে ইবনেসিনায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়ে জায়গা পাচ্ছে না রোগীরা। বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ইবনে সিনায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ভীড়ে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

কেরানীগঞ্জ উপজেলার কদমতলীতে অবস্থিত ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারটি সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ব্যাপক ভিড়। এসব মেডিকেল রিপ্রেজেনটিটিভদের কারণে বসার কিংবা দাঁড়ানোর মতোও জায়গা পাচ্ছেন না রোগীরা। অথচ ডায়গনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বড় করে কাগজে লিখে রেখেছেন ‘এমআরও দের ঢোকা নিষেধ।’

কিন্তু এই নিষেধাজ্ঞার তোয়াক্কাও করছে না এমআরও বা ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। শুধু সেন্টারের মধ্যে নয় বরং তারা ডাক্তারের চেম্বারেও বসে থাকেন। এতে রোগীর প্রাইভেসি নষ্ট হলেও তারা শুনছেন না। এমন অভিযোগ করেছেন রোগী ও রোগীর স্বজনেরা।

যেখানে ডাক্তার অনেক সময় রোগীর স্বজনকেও তাঁর চেম্বারে এলাউ করেন না, সেখানে ওষুধ কোম্পানির প্রতিনিধির সামনে রোগী দেখতে বাধ্য হচ্ছেন তারা। বিষয়টি নিয়ে ইবনেসিনা কেরানীগঞ্জ শাখার একজন কর্মকর্তার সঙ্গে কথা বললে , নামপ্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা জানান, তাদের কিছু করার নেই, তারা অসহায়।

এমআরও’দের অনাকাংক্ষিত এই আচরণের কারণে চিকিৎসা নিতে আসা রোগীরা মারাত্বক বিড়ম্বনার শিকার হচ্ছেন। ফলে ব্যহত হচ্ছে স্বাস্থ্যসেবা। অনুসন্ধানে দেখাগেছে, বিকাল চারটা থেকে রাত আটটা-নয়টা পর্যন্ত রিপ্রেজেন্টেটিভদের দখলে থাকে কেরানীগঞ্জের ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার।

চিকিৎসকদের চেম্বার ও বিভিন্ন ওয়ার্ডে অবাধ বিচরণ করার পাশাপাশি তারা রোগীদের ব্যবস্থাপত্র নিয়ে টানাহেঁচড়া করে থাকেন, ছবি তোলেন, দেখেন কোন কোম্পানির ঔষধ লেখা হয়েছে। এসময় বিভিন্ন ঔষধ কোম্পানির জেলা প্রতিনিধিরাও অবস্থান করেন।