সৃজিত মুখোপাধ্যায় হাসপাতালে, শারীরিক অবস্থা স্থিতিশীল

ভারতীয় খ্যাতনামা নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে হঠাৎ শরীরে অস্বস্তি অনুভব করলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, সৃজিত মাথা ঘোরার পাশাপাশি শ্বাস নিতে সমস্যায় ভুগছিলেন।

চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে ঠিক কী ধরনের সমস্যা হয়েছে, তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, পরীক্ষার সব ফলাফল না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে পরিচালকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাঁকে কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে।

এদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত সৃজিতের নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’, যা ২০১২ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘হেমলক সোসাইটি’-এর সিক্যুয়েল, প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছে। পয়লা বৈশাখে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়ের অভিনয়ের প্রশংসা করছেন দর্শক ও সমালোচকরা।

সৃজিতের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্ত ও অনুরাগীরা। সামাজিক মাধ্যমে তাঁরা পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করছেন।

আগামী জুন মাস থেকে সৃজিত শুরু করতে যাচ্ছেন তাঁর পরবর্তী ছবি ‘লহো গৌরাঙ্গের নাম রে’-এর শুটিং। এই ছবিতে গৌরাঙ্গের চরিত্রে দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে, আর নটি বিনোদিনী চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

জেএস