ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান এবার বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন। বড় ছেলে নাটক দিয়ে ইতিহাস তৈরি করা এই নির্মাতা বানাতে যাচ্ছেন চলচ্চিত্র। সিনেমা বানানোর আগে ওটিটিতে নেটওয়ার্কের বাইরে, উনিশ বিশ ও পুনর্মিলনে ওয়েব ফিল্মগুলোকে বানিয়ে নিজের নির্মাণের হাতকে শক্ত করেছেন।
বিষয়টি নিয়ে সিয়াম ও আরিয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে দুজনই এ বিষয়ে আপাতত কিছু জানাতে অপরাগতা প্রকাশ করেন। জানিয়েছেন, এমন কিছু ঘটলে তা আনুষ্ঠানিকভাবেই সবাইকে জানানো হবে।
তবে নায়ক ও নির্মাতা কেউই বিষয়টিকে উড়িয়েও দেননি। ধারণা করা হচ্ছে, নায়িকার বিষয়টি চূড়ান্ত হলেই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা আসবে প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে। নায়িকা চরিত্রের কাস্টিং নিয়েও নাকি থাকছে বিশাল চমক!
বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে বিভিন্ন লোকেশনে বেশ বড় পরিসরে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। মুক্তির সম্ভাব্য তারিখ ২০২৫ সালের ঈদুল আজহা। যে উৎসবে শাকিব খানকে নিয়ে রায়হান রাফী নতুন একটি প্রজেক্টের ঘোষণা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। সিনেমাপ্রেমীদের জন্য নিশ্চিতভাবেই আগাম উত্তাপ ছড়াতে যাচ্ছে আগামী বুরবানির ঈদ। রাফী-শাকিবের মুখোমুখি হতে চলেছেন যে আরিয়ান-সিয়াম!