সাধারণ বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা ইউনিক হোটেলের

৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ। গতকাল অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পর্ষদ সভা থেকে এ ঘোষণা দেয়া হয়। সভায় সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।

তথ্যমতে, প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ২৯ কোটি ৪৪ লাখ। এর মধ্যে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে রয়েছে ১৫ কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৫২৮টি শেয়ার। ফলে ঘোষিত লভ্যাংশ অনুযায়ী, উদ্যোক্তা-পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডাররা মোট ১৫৯ কোটি ৬৩ লাখ ১৫ হাজার ২৮০ টাকা পাবেন।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩৩ পয়সা, আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ৮৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাব বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৮ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৮২ টাকা ৭ পয়সা (পুনর্মূল্যায়িত)।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৫ পয়সা, যা এর আগের হিসাব বছরে ছিল ২ টাকা ৩ পয়সা।