সরকার দিল্লির দাসে পরিণত হয়েছে

 

বর্তমান সরকার দিল্লির দাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।

আর সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সার্জিক্যাল অপারেশন ছাড়া সরকারের দুঃশাসন থেকে জনগণের মুক্তি নেই।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনায় তারা এই মন্তব্য করেন।

মওলানা ভাসানীর ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনার আয়োজন করে গণসংহতি আন্দোলন। আলোচ্য ইস্যু, ভাসানীর আদর্শের লড়াই ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। বিভিন্ন ইস্যুতে সরকারের কড়া সমালোচনা করেন বক্তারা।

ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, বর্তমান সরকার দিল্লীর দাসে পরিণত হয়েছে।

আর ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থা বাদ দিয়ে মুক্তির উপায় খোঁজার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী।
দেশের স্বার্থে এখন ডান-বাম সবাইকে এক হওয়ারও আহবান জানান বক্তারা।