তৈরি পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, সরকারের সহযোগিতায় তৈরি পোশাকশিল্প আবার ঘুরে দাঁড়াচ্ছে। করোনাকালীন সময়ে যেসব তৈরি পোশাকশিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছিল ও রুগ্ন হয়ে পড়েছিল সেসব শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
এসময় বিজিএমইএ’র সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আব্দুল মান্নান কচি বলেন, ত্যাগী নেতাদের নেতৃত্ব দিয়ে তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে দলকে শক্তিশালী করা হচ্ছে।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন বিজিএমইএ সভাপতি। এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজুসহ নবগঠিত বিজিএমইএ’র পরিচালকরা উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন