আইডিআরএ সদস্য আপেল মাহমুদের প্রতিবাদ
সংবাদের নামে মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান

সংবাদ বিজ্ঞপ্তি:

১৪ মে অর্থবিজ নামে একটি অনলাইন নিউজ পোর্টালে ‘নিজেকে আড়াল করতে ইড্রার এক মেম্বরের মিথ্যাচার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সদস্য (লাইফ) আপেল মাহমুদ।

প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, বীমা খাতের সার্বিক উন্নয়নে কাজ করছে আইডিআরএ। এই সংস্থায় সাংবাদিকসহ সকল মহলের অবাধ বিচরণ ও সুন্দর সর্ম্পক রয়েছে। এখানে কারো ভুল ব্যাখ্যা করার কোন সুযোগ নেই। অথচ প্রকাশিত সংবাদে ভুল তথ্য দিয়ে ‘অতিরঞ্জিত, মিথ্যা ও বানোয়াট গল্প’ তৈরি করা হয়েছে।

আপেল মাহমুদ আরো বলেন, প্রকাশিত সংবাদে প্রকৃত সত্য আড়াল করে- সন্দেহ এবং মিথ্যাচারের আশ্রয় নেয়া হয়েছে। ঘটনার দিন কোন সাংবাদিকের সঙ্গে তাঁর মোবাইল কিংবা সরাসরি কথা হয়নি। এমনকি সেই দিন তিনি অফিশিয়াল কার্যক্রমে ব্যস্ত ছিলেন। তারপরও তৃতীয় ব্যক্তির বরাত দিয়ে কিছু সাজানো ও মনগড়া তথ্য তুলে ধরা হয়- যা অনাকাঙ্খিত।

আইডিআরএর এই সদস্য আরো বলেন, সুদীর্ঘ জীবনে আইন মেনে সুনামের সঙ্গে বীমা খাতে পেশাগাত দায়িত্ব পালন করেছেন। প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন ছিল তাঁর সফলতার সঙ্গী। বর্তমানে সদস্য হিসেবে আইডিআরএ’তে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। যখন বীমা খাতকে সুশাসন, উন্নয়ন, জবাবদিহিতা ও পরিচ্ছন্নতার পথে পরিচালনার চেষ্টা করছেন- ঠিক তখন এই ধরণের সংবাদ প্রকাশ বীমা খাতকে বাধাগ্রস্থ করার হীন প্রচেষ্টা কি না- তাও ভেবে দেখার আহ্বাণ জানান আপেল মাহমুদ। এ ধরণের সংবাদ প্রকাশ করে তাঁর স্বাভাবিক কার্যক্রম কোনভাবেই থামানোর সুযোগ নেই বলে জানান। প্রতিহিংসা পরায়ন হয়ে মনগড়া তথ্য দিয়ে এরূপ সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মনে করেন তিনি।

পত্রিকায় প্রকাশিত সংবাদের কারণে সম্মানিত বীমা গ্রাহক, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণের মাঝে কোন বিভ্রান্তি সৃষ্টি না হয়- সে লক্ষ্যে সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানান জনাব আপেল মাহমুদ।