জীবনহানির শঙ্কা খালেদা জিয়ার!

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। দিন দিন নতুন নতুন ব্যাধিতে আক্রন্ত হচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে যেকোনো সময় প্রাণহানি ঘটতে পারে তার।

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন ডাক্তার মাহবুব শামিম।

এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার জামিন পাওয়া আইনি অধিকার। মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

রিজভী অভিযোগ করেন, গেল ২৫ দিন ধরে খালেদা জিয়ার সাথে স্বজনদের দেখা করতে দেয়া হচ্ছে না, যা জেল কোডের লঙ্ঘন।