সংবাদ বিজ্ঞপ্তি:
গত ১২ মে দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকায় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদের প্রতিবাদ জানিয়েছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির সিইও মো. শাহ জামাল হাওলাদার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে, বেসরকারী খাতের অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠাটির সুনাম ক্ষুন্ন ও অগ্রযাত্রা ব্যাহত করার জন্য ‘চিহ্নিত কুচক্রি মহল’ ভুল তথ্য দিয়ে ‘অতিরঞ্জিত, মিথ্যা ও বানোয়াট গল্প’ তৈরি করে।
কোম্পানি থেকে ‘বিশেষ সুবিধা’ না পেয়ে- ক্ষোভ থেকে ব্যক্তিগত আক্রমণ করে এমন রসালো সংবাদ পরিবেশন করে।
সিইও শাহ জামাল হাওলাদার বলেন, এনআরবি লাইফ আইন মেনে সুনামের সঙ্গে বীমা খাতে ব্যবসা পরিচালনা করছে। গ্রাহক সেবা ও জীবন নিরাপত্তায় গ্রহণ করা প্রতিটি বীমা পরিকল্প বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) অনুমোদিত- যার সুফল লাভ করছে দেশের অসংখ্য গ্রাহক। এখন প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিতে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি তামাদির হার কমিয়ে আনার লক্ষ্য নিয়ে অনবরত কাজ চলছে। যার কারণে আর্থিক অবস্থা অত্যন্ত শক্তিশালী- এতে করে সকল গ্রাহকের বীমা দাবী যথাসময়ে পরিশোধ করা সম্ভব হচ্ছে।
গ্রাহকদের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা নিয়ে দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও এনআরবি ইসলামিক লাইফের সুনাম ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠার চতুর্থ বছরে পরিচালনা পর্ষদ, পলিসি হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী হতে শুরু করে; সংশ্লিষ্ট সকলে স্বার্থ রক্ষার নির্ভর যোগ্য প্রতিষ্ঠান রুপে গড়ে উঠেছে।
যখন কর্পোরেট সুশাসন নিশ্চিত করে এগিয়ে চলছে নতুন প্রজন্মের এই আধুনিক জীবন বীমা কোম্পানিটি- ঠিক তখন আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে।
মূলত, এনআরবি লাইফের ধারাবাহিক সাফল্য- সুবিধাভোগী একটি গোষ্ঠির কাছে অপছন্দের। তাঁরা এনআরবি লাইফের অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়। ইতোপূর্বেও এই চিহ্নিত মহল- একই ধরণের সিন্ডিকেট সংবাদ; বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেছিল। দীর্ঘদিন পরে এখন সেই মহল থেকে ‘বির্তকিত পুরণো খেলা’ শুরু হয়েছে। ‘দুষ্টচক্র ব্যক্তি স্বার্থ ও গোষ্ঠী স্বার্থ আদায়ে ব্যর্থ হয়ে- প্রতিহিংসা পরায়ন মনগড়া তথ্য দিয়ে এরূপ সংবাদ পরিবেশন করে বিভ্রান্তি ছড়াচ্ছে।
এনআরবি ইসলামিক লাইফ থেকে পাঠানো লিখিত প্রতিবাদ লিপিতে আরো বলা হয়- সম্মানিত গ্রাহকদের ভালোবাসার প্রতিষ্ঠান হয়ে থাকতে চায় এনআরবি পরিবার। পত্রিকায় প্রকাশিত সংবাদের কারণে সম্মানিত বীমা গ্রাহক, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণের মাঝে কোন বিভ্রান্তি সৃষ্টি না হয়- সে লক্ষ্যে সবাইকে সচেতন থাকার জন্য বলা হলো।