অশান্ত শ্রীলঙ্কায় কারফিউ বাস্তবায়নে মঙ্গলবার হাজারো পুলিশ-সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে গতকাল সহিংসতায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপরাষ্ট্রটিতে সরকারি দলের একজন সংসদ সদস্যসহ ৫ জন নিহত হন।
এর আগে গত সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেন।
ফ্রান্স২৪ এর খবরে বলা হয়েছে, অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বিক্ষোভে ফুঁসছে শ্রীলঙ্কান জনতা। খাদ্যপণ্য, ওষুধ ও জ্বালানির অভাব দেশজুড়ে। লঙ্কান প্রধানমন্ত্রীর পদত্যাগ করা সত্ত্বেও জন অসন্তোস শান্ত্ব হয়নি।
মঙ্গলবার গণবিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপক্ষকে সরকারি বাসভবন ছাড়তে হয়েছে সেনা পাহারায়। এর আগে হাজারো বিক্ষোভকারী বাসভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। তার রাজধানীর ‘টেম্পল ট্রিজ’ বাসভবনের মূল দোতলা ভবনে হামলার চেষ্টা করেন। সেখানে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে আটকা পড়েন। সূত্র: ফ্রান্স২৪