সরকারি অনুদানে নির্মিতব্য একটি সিনেমার শুটিং শুরু করছেন প্রার্থনা ফারদিন দীঘি। নাম ‘শ্রাবণ জ্যোৎস্না’। এটি পরিচালনা করছেন আবদুস সামাদ খোকন। ১৫ অক্টোবর থেকে রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকায় এ সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন পরিচালক। সিনেমায় দীঘিকে মৌ নামে একটি চরিত্রে দেখা যাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শ্রদ্ধেয় আবদুস সামাদ খোকন আঙ্কেলের পরিচালনায় প্রথমবার সিনেমায় কাজ করছি। আমার কাছে চরিত্রটি ভীষণ ভালো লেগেছে। যে কারণে এতে অভিনয়ের জন্যও আমার মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। তা ছাড়া এর গল্প শ্রদ্ধেয় ইমদাদুল হক মিলনের। এ জন্য আগ্রহটা আরও বেশি। শুটিংয়ে যাওয়ার আগে নিজেকে মৌ চরিত্রের জন্যই প্রস্তুত করছি। জানি না কতটা ফুটিয়ে তুলতে পারব। তবে আমার ভীষণ রকম আন্তরিক চেষ্টা থাকবে। সবাই যদি সহযোগিতা করেন আমার বিশ্বাস কাজটি ভালোভাবে শেষ করতে পারব।’ এদিকে গেল শোক দিবস উপলক্ষ্যে দীঘি অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামে একটি সিনেমা মুক্তি পায়। এ সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়। অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকেও অভিনয় করেছেন দীঘি। শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিতব্য এ সিনেমায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীর চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া তার অভিনীত ‘চিঠি’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।