পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার কেনা সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিলস লিমিটেডের অন্যতম করপোরেট পরিচালক এইচ আকবার আলী অ্যান্ড কোম্পানি লিমিটেড। বিদ্যমান বাজারদরে দুই এক্সচেঞ্জের মূল মার্কেটের মাধ্যমে মোট সাড়ে ১০ লাখ শেয়ার কিনেছে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে দুই দফায় শেয়ার কেনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এর মধ্যে সিএসইর মূল মার্কেটের মাধ্যমে ৩ লাখ শেয়ার কিনেছে তারা। বাকি সাড়ে ৭ লাখ শেয়ার ডিএসইর মাধ্যমে বিদ্যমান বাজারদরে কেনা সম্পন্ন করেছে বিএসআরএম স্টিলসের অন্যতম এ করপোরেট পরিচালক।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৭ কোটি ৫৯ লাখ ৫২ হাজার ৫০০। এর মধ্যে ৭০ দশমিক ৫৭ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৬ দশমিক ৮৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৩৯ শতাংশ বিদেশী ও বাকি ১২ দশমিক ১৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।