শূন্য মোকাম।।

 তুহিন ভূঁইয়া

জীবনের ভাঁজে-ভাঁজে
সাজিয়ে রেখেছি কোমল দুঃখগুলো
বারবার জন্ম নেওয়া আমার মাঝে,
ফেনা তুলতে চায় আত্মঘাতি ছায়ামূর্তি;

আম-বর্ষার রাতে এখনো
পাক্ষিক বৈঠক বসে—তাকিয়ে আছে
প্রেত্মাতার রক্তচক্ষু শূন্য মোকামে;

জীবনের বিষবাষ্প হজম করে রঙিন বেলুন
আমি ধীরে-ধীরে হেঁটে যাই অমৃত জৌলসে;

এখন সময় জীবন্ত প্রদীপের—
ঘোরলাগা লগনে খুঁজে পাই না
নতুন কিছু হারানোর…