নন্দিত চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণিল আয়োজনে নড়াইলে চলছে ১২ দিনব্যাপী সুলতান মেলা। প্রসাধনী থেকে শুরু করে খেলনা ও নিত্য প্রয়োজনীয় নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এছাড়া মেলায় সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১১টি দেশের শিল্পীদের আঁকা দুর্লভ চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলা নির্বিঘ্ন রাখতে রয়েছে পুলিশের পর্যাপ্ত ব্যবস্থা।
বছরঘুরে আবারো নড়াইল শহরের রূপগঞ্জ সুলতান মঞ্চ চত্বরে বসেছে ১২ দিনব্যাপী সুলতান মেলা। রয়েছে অর্ধশতাধিক স্টলে পণ্যের সম্ভার। প্রসাধনী, খেলনা, খাবারসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এছাড়া প্রতিদিন বিকেল থেকে সুলতানের কর্মময় জীবনের ওপর বিষয় ভিত্তিক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
স্টলে স্টলে কেনা-কাটা, ঘোরাফেরাসহ আনন্দে মেতেছেন নানা বয়সী মানুষ। তাদের পদচারনায় মুখর মেলা প্রাঙ্গণ।
নতুন প্রজন্মকে সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করাই এ মেলার উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
নড়াইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ বলেন, ‘যাতে সুলতানকে সেটা নতুন প্রজন্মরা জানে সেজন্যই এই মেলা।’
মেলায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা।