স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নরসিংদীর শিবপুরে মরহুম সুবেদার মেজর মনসুর আহম্মেদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন শিল্পমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবদুল্লা আল মঈন ঝুটন।
উদ্বোধনী খেলায় শিবপুর জয়নগর ইউনিয়ন ফুটবল একাদশ ১-০ গোলে রূপগঞ্জের দাউদপুর ফুটবল একাডেমিকে হারিয়ে বিজয়ী হয়। আগামী ১৬ ই ডিসেম্বর টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।
২৩ অক্টোবর বিকেলে উপজেলার লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।