‘সুদর্শন ভাই’কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ‘মাই নেম ইজ খান’ অভিনেতা পশ্চিমবঙ্গের শুভেচ্ছাদূত। আইপিএলের ক্রিকেট দল কলকাতা নাইট রাইডার্সের জন্য বাংলায় সুপরিচিত কিং খান।
আজ ২ নভেম্বর ভারতীয় অভিনেতা, প্রযোজক ও টিভি ব্যক্তিত্ব শাহরুখ খানের ৫৪তম জন্মদিন। অভিনয়দক্ষতা দিয়ে তিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়। ধীরে ধীরে হয়ে উঠেছেন বলিউডের বাদশাহ। তাঁকে কিং খান বলেও ডাকেন ভক্তরা।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা গেছে, মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে শাহরুখকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানান মমতা ব্যানার্জি। তাঁকে ‘চার্মিং ব্রাদার’ উল্লেখ করে সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। বাংলার শুভেচ্ছাদূত হিসেবে শাহরুখকে পেয়ে গর্বিত বলেও লেখেন এ রাজনীতিক।
গতকাল মধ্যরাতে প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে মুম্বাইয়ে তাঁর নিজ বাসভবন মান্নাতের সামনে ভিড় জমে ভক্তদের। একপলক দেখার জন্য উন্মুখ হয়েছিলেন অসংখ্য ভক্ত। আর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে প্রথম শুভেচ্ছা জানিয়েছেন দীর্ঘদিনের বন্ধু নির্মাতা-প্রযোজক করণ জোহর।
ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার দিয়ে করণ জোহর লিখেছেন, ‘শুভ জন্মদিন ভাই।’ বলেছেন, শাহরুখের সঙ্গে এমন সম্পর্ক, তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা তাঁর নেই। এই নির্মাতার জীবনকে নানাভাবে প্রভাবিত করেছেন বলিউডের বাদশাহ।