লেবাননের নাবাতিহে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল।
একটি প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, গতকাল স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ লেবাননের হেব্বারিয়েহ গ্রামেে একটি জরুরি ত্রাণ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধে গত অক্টোবর থেকে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এর পর থেকে হিজবুল্লাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল।
এই হামলার জেরে লেবাননে এখন পর্যন্ত ২ শতাধিক হিজবুল্লাহা সদস্য ও ৫০ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে।