সোহেল হোসেন, লক্ষ্মীপুর :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন উপলক্ষে আজ ১৮ই অক্টোবর দোয়া, মিলাদ মাহফিল এবং এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক ১ম যুগ্ম -আহ্বায়ক এডভোকেট শেখ জামান রিপন।
এসময় এডভোকেট শেখ জামান রিপন বলেন, ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৭৫ইং সালের ১৫ই আগষ্ট কালো রাতে ঘাতকদের হাতে নির্মম ভাবে শহীদ হয়। সেই দিন শিশু রাসেলের আকুতি ছিলো আমি মায়ের কাছে যাবো। ঘাতকরা তাকে তার মায়ের কোল থেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে। সেই ছোট্ট রাসেল-এর ৫৮ তম জন্মবার্ষিকীতে তাঁর জন্য গভীর ভালোবাসা।’’
লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক ১ম যুগ্ম -আহ্বায়ক তাঁর নিজস্ব উদ্যোগে বিভিন্ন এতিমখানায় দোয়া, মিলাদ মাহফিল এবং এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।