লক্ষ্মীপুরে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আ’লীগের নুরুল আমিন

সোহেল হোসেন, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের বিনাপ্রতিদ্বন্দ্বিতায়  কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা একেএম নুরুল আমিন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) শেষ দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোলায়মান চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করায় বিনা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হচ্ছেন।
একেএম নুরুল আমিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরলরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পরে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদুল হোসেন চৌধুরী বলেন, চরলরেন্স ইউনিয়নে দুই প্রার্থীর একজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এজন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নুরুল আমিনকে বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর জেলার রামগতি উপজেলার চরগাজী, কমলনগর উপজেলার চরলরেন্স, চরকাদিরা ও চরমার্টিন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে চরলরেন্স ইউনিয়নে শুধুমাত্র সদস্য (মেম্বার) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার (২৭ অক্টোবর) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর থেকে তারা নির্বাচনী প্রচারণার কাজ শুরু করতে পারবে।