লক্ষ্মীপুর সদরের চররুহিতা ইউনিয়নের মধুর দোকানের পাশে মো: আব্দুর রহিম এর পুকুরে রাতের আধাঁরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে তিন লাখ টাকার মাছ নিধন হয়েছে বলে জানা গেছে।
প্রতিবেশি মো: আজাদ, নাছির, রুবেল, তাজল ইসলাম, মধু শাহাজান, সবুজ, কহিনুর ও রুনু বলেন, স্থানীয় মনির ও জুয়েল এর বিরুদ্ধে এলাকাতে অসংখ্য মাছ, গরু, ছাগল, ধান-সুপারি চুরির অভিযোগে রয়েছে।
মনির ও জুয়েলের বিরুদ্ধে একাধিকবার চুরি ডাকাতির বিচার সালিশও হয়েছে। অনেকবার চুরির অভিযোগে এরা জেল খেটেছে। এলাকাবাসী আরো বলেন, এরাই রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। প্রশাসনের কাছে একটাই দাবি; গরীব অসহায় আব্দুর রহিম মাছ চুরির সুষ্ঠু বিচার পাবেন।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় মো:মনির, জুয়েল ও মনোয়ারা বেগমকে আসামী করা হয়েছে।
এই বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায় নি।
লক্ষ্মীপুর সদর মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ১২অক্টোবর রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।