লক্ষ্মীপুরে অবৈধভাবে বালু উওোলন বন্ধের অভিযান

সোহেল হোসেন, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন করার ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
১৬ অক্টোবর ড্রেজার মেশিন দ্বারা বালু উত্তোলন বন্ধে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ডাকাতিয়া নদীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী।  অভিযানে উপস্থিত ছিলেন, রায়পুরের সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী।  হাজিমারা পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য, সংশ্লিষ্ট এলাকার গ্রামপুলিশ এবং স্থানীয় জনগণ নিয়ে এই অভিযান পরিচালনা হয়।

এসময় চরবংশী আশ্রায়ন প্রকল্প সংলগ্ন হতে শুরু করে আখন বাজারের কাটাখাল ব্রীজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে মোট ৫টি ড্রেজার মেশিন এবং অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ২-৩ কিলোমিটার বিস্তৃত পাইপ নষ্ট করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরী বলেন, ডাকাতিয়া নদী থেকে বালু উত্তোলন করায় নদী পথ ক্ষতিগ্রস্থ হচ্ছে।   জনস্বার্থে আগামীতেও এ ধরণের অভিযান চলমান থাকবে।