কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। আজ শনিবার বিকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক।
তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি টেকনাফ থানাধীন রোহিঙ্গা ক্যাম্প-২৭ (জাদিমুড়া) এ আগমন করেন।
তিনি ক্যাম্পের সি/৯ ব্লকে এনজিও সংস্থা খ্রিষ্টান এইড কর্তৃক নির্মিত একটি পুকুরের চার পার্শ্বের ইটের সলিং রাস্তা ও উক্ত পুকুরের গাইড ওয়াল নির্মাণ কাজ পরিদর্শন করেন।
এ সময় এপিবিএন ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগন, খ্রিষ্টান এইড সংস্থার সদস্য এবং অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে তিনি জাদিমুড়া ক্যাম্প ত্যাগ করেন। তার সফরকালীন এপিবিএন অফিসার ও ফোর্স সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।