রেজিস্ট্রি অফিসে গিয়ে বিপাকে রজনীকান্ত!

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম তারকা হলেও গোটা ভারতজুড়েই ভক্ত রয়েছে তার। হ্যাঁ, বলা হচ্ছে মেগাস্টার রজনীকান্তর কথা। সিনেমার তারকা হলেও এর বাইরে গিয়েও তাকে খুব ভালোবাসেন মানুষ। সবাই শ্রদ্ধা-সমীহ করেন তাকে। তারই প্রমাণ মিলল আরও একবার।

এ তারকা এবার জমি কিনতে গিয়ে বিপাকে পড়লেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তামিলনাড়ুর থিরুপরুর অঞ্চলে একটি বড় জমি কিনেছেন রজনীকান্ত। গত ১ মার্চ সেই জমির আইনি প্রক্রিয়া সারতে স্থানীয় রেজিস্ট্রি অফিসে গিয়েছিলেন।

দক্ষিণী তারকা এসেছেন এমন খবর ছড়িয়ে পড়তেই ভিন্ন দিকে মোড় নেয় পরিস্থিতি। স্থানীয়দের অনেক বড় একটি অংশ রেজিস্ট্রি অফিস ঘিরে ফেলেন। শুধু প্রিয় তারকাকে এক নজর দেখবেন বলে। তবে নিজের ব্যস্ততার পরও তাদের ফিরিয়ে দেননি রজনীকান্ত।

সাদা পায়জামা-পাঞ্জাবি পরা তারকা গাড়ি থেকে বেরিয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়িয়ে অভিবাদন জানান। তখন উপস্থিত দর্শকরা উল্লাস করতে থাকেন। এমনকী অনুরাগীরা সেলফি তোলার আবদার জানালে তাদের সেলফি তোলারও সুযোগ করে দেন তিনি।

এদিকে ভক্তদের বিড়ম্বনার কারণে মূল কাজই বাধাগ্রস্ত হয়। রেজিস্ট্রির কাজে বিলম্ব হয়। তবে এমন গুরুত্বপূর্ণ কাজে কিছুটা দেরি হলেও তাতে কোনোরকম বিরক্তি প্রকাশ করেননি রজনীকান্ত।

সম্প্রতিই এই তারকা বিমানের ইকোনমিক ক্লাসে সফর করে শোরগোল ফেলে দিয়েছিলেন নেটপাড়ায়। সেসব ছবি-ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। বর্তমানে ‘ভেত্তিয়ান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণী এই তারকা।