রাজধানী ঢাকায় ঘর থেকে বের হলেই যানজটের ভোগান্তি যেন নিয়মিত হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত যানজট লেগে আছে। এতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন নগরবাসী।রবিবার (২৪ অক্টোবর) সপ্তাহের প্রথম দিন নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সকালে রাজারবাগ, ফকিরাপুল, কাকরাইল, দৈনিক বাংলা, বাংলামোটর, কাওরান বাজার, এফডিসি মোড়, হাতিরঝিল, মগবাজার, শাহবাগ, ফার্মগেট, বিজয় স্মরণীসহ বিভিন্ন এলাকায় যানবাহনের তীব্রতা দেখা গেছে। প্রতিটি সিরিয়ালেই কয়েক মিনিট অপেক্ষা করতে হচ্ছে। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এতে বিরক্তি প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
হাতিরঝিলের এফডিসি মোড়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন পাঠাও চালক সিরাজ উদ্দিন। তিনি বলেন, ‘আজ প্রতিটি মোড়ে মোড়ে যানজট দেখেছি। অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। প্রতিটি সিগন্যালে ৫-১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।’
মিরপুর থেকে আগারগাঁও, মহাখালী হয়ে গুলশান-১ নম্বর পর্যন্ত এসেছে আলিফ বাস। এর সহকারী (হেলপার) রাজ্জাক হোসেন বলেন, ‘রাস্তায় গাড়ি গতিতে চালানো যাচ্ছে না। পুরো রাস্তায় যানজট লেগে আছে। খুব ধীরগতিতে আসতে হয়েছে। প্রতিটি সড়কে প্রাইভেটকারের সংখ্যা বেশি।’
তরঙ্গ পরিবহনের চালক গিয়াস উদ্দিন বলেন, ‘যে পথ অতিক্রম করতে ২০ মিনিট লাগে সেখানে আজ লাগছে ৩০ মিনিট। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘মোটরসাইকেল, প্রাইভেটকারসহ সব গাড়ি উবার-পাঠাও হিসেবে রাস্তায় নেমে পড়েছে। আগে এসব গাড়ি অবসরে পার্কিংয়ে থাকতো। যে কারণে যানজট বাড়ছে বলে মনে করছি। তাছাড়া মোট্রোরেলসহ উন্নয়ন কাজের খোঁড়াখুঁড়ি তো আছেই।’