গ্যাস পাইপলাইনের জরুরি কাজের অভিযান হিসেবে রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার ঘোষণা দিয়েছে তিতাস। আজ বুধবার (২৪ এপ্রিল) তিন ঘণ্টা যাবৎ এ সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় জানানো হয়, বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট তিন ঘণ্টা শনিরআখড়া, বড়ইতলা, ছাপড়া মসজিদ, দনিয়া, জুরাইন, ধোলাইরপাড় ও কদমতলী এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া, ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বকেয়া বিল আদায় ও অবৈধ গ্যাস বিচ্ছিন্নকরণের বিশেষ অভিযান পরিচালনা করেছে তিতাস।
সর্বশেষ মঙ্গলবার রাজধানীর কাজিপাড়া, শেওড়াপাড়া, পাইকপাড়াসহ বিভিন্ন এলাকায় ৭৬ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এন এস