করোনা মোকাবেলায় শুরু থেকেই দেশে মানব সেবায় কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ। ইতিমধ্যে দেশের ৯ টি উপজেলাতে প্রায় ১ হাজারের অধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে সংগঠনটি। এ ছাড়াও ঢাকার রাস্তায় প্রাণীদের খাবার সরবরাহ করে যাচ্ছে তারাঁ।
পুরোবিশ্বের এই দূর্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষেরা যেন ক্ষুধায় কষ্ট না করে, তাদের সহযোগিতার জন্য দেশব্যাপী রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ- এর ৩০০ এর অধিক সেচ্ছাসেবী একযোগে শ্রম দিয়ে যাচ্ছে। দেশের হাজারো পরিবারের পাশে দাড়াঁনোর লক্ষ্য নিয়ে কাজ করছে তাঁরা।
খোঁজ নিয়ে জানা গেছে, সংগঠনটির পক্ষ থেকে প্রথম ধাপে ঢাকা, রুপগন্জ, নওগা, কক্সবাজার, বরিশাল, ভোলা, খুলনার হাজারো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণের পাশাপাশি ঢাকার রাস্তার অবলা প্রাণীদের ক্ষুধা নিবারণে কাজ করছে সংগঠনটি। ঢাকার বিভিন্ন রাস্তার অলিতে গলিতে ঘুরে অসহায়-অবলা প্রাণিদের জন্য তারা খাবার রান্না করে রাস্তায় রাখছেন।
এ বিষয়ে জানতে চাইলে রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ সিইও আবির আহমেদ খান বলেন, করোনা মোকাবেলার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাড়াতে “কোভিড ১৯ এইড বাংলাদেশ” কর্মসূচির অংশ হিসাবে এ ত্রাণ বিতরণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে এক হাজার পরিবারের খাদ্যের যোগান দিয়েছি। এ ছাড়াও অবলা প্রাণিদের জন্য খাবার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম সারাদেশে পরিচালিত করছি। কিন্তু মহামারীর এই মুহূর্তে লকডাউনে ঘরে বসে থাকায় মানুষেরা অনেক বেশি অসহায় হয়ে পড়ছে। সকলের সহযোগিতা থাকলে আরো বেশি মানুষের কাছে রাইজিং স্টার চ্যারিটি বাংলাদের সেবা পৌঁছে দিতে পারবো।
রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ প্রধান উপদেষ্টা রাজিয়া হক কনোক জানান, ঢাকার বিভিন্ন স্থানে অসহায় কর্মহীন পরিবারের হাজারো নামের তালিকা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে কিছু পরিবারের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বাকি পরিবারগুলোতে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাল ৫ কেজি, আলু ২ কেজি, তেল ৫০০ গ্রাম, পেঁয়াজ ১ কেজি, ১টি সাবান। অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ পরিবারকে টাকা পাঠিয়ে দিলে নিজেদের প্রয়োজন অনুযায়ী বাজার করে নিচ্ছেন, জানান রাজিয়া হক।
করোনা আক্রান্ত এই সময়ে সারাদেশের প্রান্তিক এলাকায় কর্মহীনদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানসহ সকল প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ- এর পক্ষ থেকে।
– রাইজিং স্টার চ্যারিটি বাংলাদেশ, যোগাযোগ এবং বিকাশ – ০১৬৮৫ ০৯৬ ৪০২