রংপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

শহীদুল ইসলাম, তারাগঞ্জ, রংপুর :

রংপুরের তারাগঞ্জ উপজেলাসহ তৃতীয় ধাপে দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।  আগামী ২৮ নভেম্বর রবিবার।দেশের দশটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও পৌরসভার মেয়র প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা হয়েছে।  গণভবনে বৃহস্পতিবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারাগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নে নৌকা প্রতীক পেলেন যারা, তারা হলেন- ১নং আলমপুর ইউনিয়নে মোহাম্মদ দেলোয়ার হোসেন, ২নং কুর্শা ইউনিয়নে মোঃ আফজালুল হক সরকার, ৩নং ইকরচালী ইউনিয়নে মোঃ আতিউর রহমান লিংকন, ৪নং হাড়িয়ারকুটি ইউনিয়নে মোহাম্মদ হারুন-অর-রশিদ বাবুল, ৫নং সয়ার ইউনিয়নে মোহাম্মদ মোশফিকুর রহমান রনি।