জে আই সবুজ :
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া মেস্ত্রী বাড়ী সংলগ্ন দীর্ঘদিনের মানুষের প্রানের দাবী একটি ব্রীজের নির্মাণ কাজ শুরু হলেও ভবিষ্যত অনিশ্চয়তায় পরে গেল সাধারন মানুষ।
ব্রীজটির প্লানে উচ্চতা থাকার কারনে ব্রীজটির সামনে ত্রীমুখী রাস্তার দুইটি রাস্তা চলাচলে অনুপযোগী হয়ে পরবে।
এতে কয়েকটি গ্রামের মানুষ বাড়ী যানবাহন বা নিত্যপ্রয়োজনীয় মালামাল বাহী পরিবহন নিয়ে চলাচল করতে পারবেনা বলে এলাকাবাসী জানান।
তাই অবিলম্বে ব্রীজটির প্লান সংযোজন করে নির্মাণের দাবী উঠেছে।
ফেসবুক থেকে নেয়া…