রাশিয়ায় ড্রোন পাঠানোর কথা প্রথমবারের মতো স্বীকার করলো ইরান। তবে তেহরান বলেছে যে, ইউক্রেনে হামলা চালানোর আগেই এসব ড্রোন মস্কোয় পাঠানো হয়।
সম্প্রতি ইউক্রেনের বেশ কিছু বিদ্যুৎকন্দ্র ও বেসামরিক অবকাঠামোতে ড্রোন হামলার খবর পাওয়া যায়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদোল্লাহিয়ান বলেছেন, মস্কোর সেনারা ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর বেশ কয়েক মাস আগে রাশিয়ায় অল্প কিছু ড্রোন পাঠানো হয়েছিল।
তবে বিশদ প্রতিক্রিয়ায় আমিরাবদোল্লাহিয়ান তেহরান যে এখনও মস্কোকে ড্রোন সরবরাহ করে যাচ্ছে এমন অভিযোগ অস্বীকার করেন।
দেশটির ইরনা নিউজ এজেন্সিতে তাকে উদ্ধৃতি করে বলা হয়েছে, কিছু পশ্চিমা রাষ্ট্র এই গণ্ডগোলটা পাকাচ্ছে যে ইউক্রেন যুদ্ধে সহায়তা করতে রাশিয়ায় মিসাইল ও ড্রোন সরবরাহ করেছে ইরান। মিসাইলের অংশটা পুরোপুরি ভুল। ড্রোনের অংশটা সত্যি এবং আমরা ইউক্রেন যুদ্ধের কয়েকমাস আগে রাশিয়ায় অল্প কিছু ড্রোন পাঠিয়েছিলাম।
সম্প্রতি ইউক্রেনের বেসামরিক অবকাঠামো যেমন বিদ্যুৎকন্দ্র ও বাধকে লক্ষ্য করে ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোন দিয়ে হামলা চালানোর খবর পাওয়া গিয়েছে। তবে ইউক্রেনে চালানো হামলায় ইরানের তৈরি ড্রোন ব্যবহার করার কথা অস্বীকার করেছে রাশিয়া।