যুক্তরাষ্ট্রের সহায়তায় রুশ জেনারেলদের হত্যা করছে ইউক্রেন

চলমান যুদ্ধে রাশিয়ার জেনারেলদের হত্যার জন্য ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। আর ওই গোয়েন্দা তথ্যই রাশিয়ান অনেক জেনারেলকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সহায়তা করছে ইউক্রেনকে। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাতে এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

ওই প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ চলাকালীন ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে রাশিয়ান জেনারেলদের টার্গেটে পরিণত করতে এই গোয়েন্দা সহায়তা বাইডেন প্রশাসনের গোপন প্রচেষ্টার অংশ।

আল-জাজিরার খবরে উল্লেখ করা হয়েছে- ওই প্রতিবেদনে বলা হয়, প্রতিনিয়ত অবস্থান বদল করা রাশিয়ান সামরিক সদর দপ্তরের অবস্থান এবং এর সম্পর্কে অন্যান্য বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্র সরবরাহ করেছে ইউক্রেনকে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া তথ্যের মধ্যে টেলিফোনে কথোপকথনে নজরদারি করে পাওয়া তথ্যও রয়েছে। পরে এসব তথ্য নিজেদের গোয়েন্দাদের অর্জিত তথ্যের সঙ্গে মিলিয়ে পর্যালোচনা করে ইউক্রেন, যা রাশিয়ান জ্যেষ্ঠ কর্মকর্তাদের অবস্থান নিশ্চিতে দেশটিকে সাহায্য করে। এরপর ইউক্রেন রাশিয়ান জেনারেলদের ওপর হামলা এবং অন্যান্য আক্রমণ চালায়।

ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, তারা ১২ রাশিয়ান জেনারেলকে হত্যা করেছেন। অনেক সামরিক বিশ্লেষকের মতে যা অনেক বেশি।

এদিকে, চেচনিয়ায় চার বছরের যুদ্ধের তুলনায় ইউক্রেনে বেশি সংখ্যক রুশ সেনা প্রাণ হারিয়েছে বলে এক রাশিয়ান সেনা জানিয়েছেন। ওই রুশ সেনা এবং তার বন্ধুর মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপে এ তথ্য জানা গেছে বলে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) দাবি করেছে।

ইউক্রেনে কতজন রুশ সেনা নিহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মার্চ মাসে ন্যাটো কর্মকর্তারা দাবি করেছিলেন যে যুদ্ধে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন।