যমুনা লাইফ ইন্স্যুরেন্সের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অব্যাহতি দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার তাকে অব্যাহতির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, “২০২৪ সালের ২৮ আগস্ট ৫৪তম পরিচালনা পর্ষদ সভার সিদ্ধান্তক্রমে আপনাকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়া হয়, সেই সাথে মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছিল।
কোম্পানির বৃহত্তর স্বার্থে অদ্য (জানুয়ারি ১৪, ২০২৫) থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ (চলতি দায়িত্ব) হতে আপনাকে অব্যহতি দেয়া হলো।”
যমুনা লাইফের চেয়ারম্যানের স্বাক্ষর করা ওই চিঠির অনুলিপি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান বরাবরও পাঠানো হয়েছে।
যমুনা লাইফের চেয়ারম্যান বদরুল আলম খান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিতর্কিত বিশ্বজিৎ কুমার মন্ডলের পতনের খবর ছড়িয়ে পড়লে যমুনার কর্মকর্তা-কর্মচারীরা উল্লাসে মেতে উঠেন। অনেকেই আনন্দে মিষ্টি বিতরণ করেন।