বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করতে নেমে মোসাব্বির হোসেন ফাহিম (২২) নামে এক মেডিকেল কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। ফাহিম বগুড়ার গাবতলী উপজেলার হাতিবান্ধা গ্রামের ফজলুল করিমের ছেলে। তিনি দিনাজপুর মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, গত শুক্রবার ফাহিম তার নানার বাড়ি সারিয়াকান্দি উপজেলার দীঘলকান্দি গ্রামে বেড়াতে যায়। শনিবার সকাল ৮টার দিকে গ্রামের কিছু যুবকের সঙ্গে দীঘলকান্দি গ্রাম সংলগ্ন যমুনা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় ফাহিম। ঘটনার পরপরই স্থানীয় লোকজন নদীতে তল্লাশি শুরু করে। পরে বেলা ১২টার দিকে তার মরদেহ পাওয়া যায়।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।