বৈশ্বিক মহামারি করোনা রোধে অগ্রণী ভূমিকা রাখায় মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তি হিসেবে ‘ম্যান অব দ্য ইয়ার’ উপাধিতে ভূষিত হয়েছেন তুর্কি বংশোদ্ভূত জার্মান মুসলিম বিজ্ঞানী উগুর শাহিন। জর্দানের রাজধানী আম্মানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়েল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)-এর ২০২২ সালের বার্ষিক প্রকাশনায় এ উপাধি ঘোষণা দেয়।
আরআইএসএসসির ওয়েবসাইট থেকে জানা যায়, কোভিড-১৯ মহামারি প্রতিরোধী অগ্রণী ভূমিকা রাখায় শাহিনকে ২০২২ সালে বিশ্বের পাঁচ শ’ প্রভাবশালী মুসলিমের ব্যক্তির তালিকার ‘ম্যান অব দ্য ইয়ার’ উপাধি দেওয়া হয়।
জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মা প্রতিষ্ঠান ফাইজার যৌথ উদ্যোগে তাদের তৈরি টিকা পুরো বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
আরআইএসএস-এর প্রকাশনায় বলা হয়, ‘বায়োএনটেকের ফার্মা কোম্পানির প্রতিষ্ঠাতা শাহিন ও তার স্ত্রী ওজলেম টুরেসির যৌথ গবেষণায় করোনা প্রতিরোধী টিকা তৈরি হয়। তাদের তৈরি টিকা করোনা প্রতিরোধে শতকরা ৯৫ ভাগ কার্যকর এবং মানুষের ব্যবহারের জন্য এমআরএনএ প্রথম অনুমোদন দেয়।’ এদিকে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ‘উইম্যান অব দ্য ইয়ার’ উপাধিতে ভূষিত হন।
গত ১৯ মার্চ পূর্ব আফ্রিকার প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট হিসেবে পবিত্র কোরআন হাতে শপথ গ্রহণ করেন। দেশটির প্রয়াত প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর পর ষষ্ঠ প্রেসিডেন্ট হন। কাতারের প্রেসিডেন্ট শেখ তামিম বিন হামাদ আল থানি মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের শীর্ষ তালিকায় আছেন। এ ছাড়া সৌদি বাদশাহ সালমান, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান ও জর্দানের কিং আবদুল্লাহ প্রভাবশালী মুসলিম নেতৃবৃন্দের তালিকায় আছেন। এর আগে এই বিজ্ঞানী দম্পতি জার্মানির সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘অর্ডার অব মেরিট’ লাভ করেন।
সম্প্রতি জার্মান প্রেসিডেন্টের সরকারি বাসভবন বেলভাই প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজ্ঞানী এই দম্পতির হাতে সম্মাননা তুলে দেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তুরস্ক থেকে আসা জার্মানিতে ১৯৬০-এর দশকে আসা অভিবাসী পরিবারে শাহিন ও তুরেজি জন্ম নেন। চিকিৎসা বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ক্যান্সার চিকিৎসা, আণবিক জীববিদ্যা ও টিকা প্রযুক্তি নিয়ে গবেষণায় একত্রে সফল ক্যারিয়ার গড়ে তোলেন তারা। ২০০৮ সালে তারা নিজস্ব ফার্মাসিটিক্যাল কোম্পানি বায়োএনটেক প্রতিষ্ঠা করেন।
মার্কিন অংশীদার ফাইজারের সঙ্গে তাদের বায়োএনটেক থেকে বিশ্বের প্রথম কার্যকর করোনা সংক্রমণ প্রতিরোধী টিকা উদ্ভাবন করেন এই দম্পতি।