মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২৫তম এজিএম অনুষ্ঠিত

সম্প্রতি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালক নাসির উদ্দিন আহমেদ পাভেল, রিয়াজ উদ্দিন আহমেদসহ পরিচালকরা এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এন.সি. রুদ্র্রসহ অন্যান্য কর্মকর্তা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ (১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক) সংখ্যাধিক্য ভোটে অনুমোদিত হয়। সভাপতির বক্তব্যে চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, মেঘনা লাইফ মেয়াদোত্তীর্ণ ও মৃত্যু দাবি সঠিক সময়ে পরিশোধ করে এরই মধ্যে পলিসিহোল্ডারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি তার ভাষণে উল্লেখ করেন, জীবন বীমা সেক্টরে মেঘনা লাইফ আকর্ষণীয় বোনাস প্রদানকারী প্রতিষ্ঠান।