ইতালির বৃহত্তম ব্যাংক ইন্তেসা সানপাওলো চলতি বছরের জন্য নিজেদের মুনাফা অর্জন লক্ষ্যমাত্রা কমিয়ে এনেছে। এ সময় ব্যাংকটি রাশিয়ায় নিজেদের ইউনিট বাংকা ইন্তেসার সম্ভাব্য লোকসান মোকাবেলা করতে ৮০ কোটি ইউরো (৮৪ কোটি ৭০ লাখ ডলার) সরিয়ে রেখেছে। এ পদক্ষেপের দ্বারা ইন্তেসা তার অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বী ইউনিক্রেডিটসহ ফ্রান্সের সোসিয়েটি জেনেরাল এবং ক্রেডিট অ্যাগ্রিকোলের কাতারে এসে দাঁড়িয়েছে। এসব প্রতিষ্ঠান বছরের প্রথম প্রান্তিকে রাশিয়ায় তাদের আয়ে নেতিবাচক দৃশ্য অবলোকন করে। খবর রয়টার্স।
চলতি বছরের জন্য ৪০০ কোটি ইউরোর বেশি মুনাফা অর্জনের প্রত্যাশা করছে ইন্তেসা সানপাওলো। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আগে চলতি বছরের জন্য ব্যাংকটির মুনাফা অর্জনের প্রত্যাশা ছিল ৫০০ কোটি ইউরোর বেশি। এর আগে ব্যাংকটি ২০২৫ সালের জন্য তাদের নতুন গৃহীত পরিকল্পনা অনুযায়ী মুনাফা ও পে-আউট লক্ষ্যমাত্রায় নিবদ্ধ ছিল।
ব্যাংকটি জানায়, যদি তারা রাশিয়া ও ইউক্রেনের ওপর নিজেদের এক্সপোজারের ৪০ শতাংশ পূর্ণ করার নিয়মাবলি আরো বাড়িয়ে তোলে, তবে পুরো বছরের নিট আয় এখনো কম হবে। যদিও এ সময় ব্যাংকের নিট আয় ৩০০ কোটি ইউরোর ওপরে। ব্যাংক সূত্র জানায়, ২০২২ সালের জন্য পূর্বাভাস মূলত সামনের মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেনে চলমান ঘটনা কতদূর যায় তার ওপর নির্ভর করে।
জেফারিজ অ্যানালিস্ট জানায়, এটা ইন্তেসার জন্য প্রতিকূল প্রান্তিক হিসেবে অতিবাহিত হবে। যদিও বিনিয়োগকারীদের দ্বারা মুনাফা কমিয়ে আনার লক্ষ্যমাত্রায় বেশ ছাড় দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটি আরো জানায়, ইন্তেসার লক্ষ্য অনুযায়ী ৩৪০ কোটি ইউরো বাইব্যাকের নির্দিষ্ট সময় এবং রাশিয়ায় সম্ভাব্য লোকাসাস ও ঝুঁকির সতর্কতা সম্পর্কে কোনো সুস্পষ্ট হালনাগাদ তথ্য না থাকায় স্টক দুর্বল হয়ে পড়তে পারে।