মিয়ানমারে ৩০ সেনাকে হত্যা করেছে বিদ্রোহীরা

মিয়ানমারে সামরিক বাহিনীর সঙ্গে গণতন্ত্রীপন্থি বিদ্রোহীদের যুদ্ধ তীব্র রূপ নিয়েছে। বিদ্রোহীদের দমনে গ্রামে গ্রামে তাণ্ডব চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। বিদ্রোহীদের পাল্টা পদক্ষেপে সোমবার পালে টাউনের কাছে এক সংঘর্ষে নিহত হয়েছে মিয়ানমার সামরিক জান্তার ৩০ সেনা। নিহতদের মধ্যে বার্মিজ সেনার এক কমান্ডারও রয়েছেন।

বিদ্রোহী বাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘সেনা কনভয়ে একজন কমান্ডার আছেন, আমরা এটা আগেই জানতে পেরেছিলাম। তাই আর্মি কনভয়ের পথে ল্যান্ডমাইন বিছিয়ে রেখেছিলাম।’ খবর এএনআই।

এদিকে, মিয়ানমারে ১ ফেব্রুয়ারিতে সংঘটিত সামরিক অভ্যুত্থানের কয়েক ঘণ্টা আগের মুহূর্তের বর্ণনা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্ট। মঙ্গলবার তিনি বলেন, সেনাবাহিনী তাকে জোর করে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করেছিল। তার ক্ষতি করা হবে বলে হুমকিও দিয়েছিল।