মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের বার্ষিক ম্যানেজারস করফারেন্স-২০২২ সম্প্রতি ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে ব্যবসা পর্যালোচনা সভার উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রিদওয়ানুল হকসহ সব ক্লাস্টার, শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং ও কার্ড ডিভিশনের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান কার্যালয়ের ঋণ বিভাগ, আন্তর্জাতিক বিভাগ, ফাইন্যান্স বিভাগ, লোন ডকুমেন্টেশন বিভাগ, অপারেশনস বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ, মানবসম্পদ বিভাগ, আইটি বিভাগ. ট্রেজারি বিভাগ, জেনারেল সার্ভিস বিভাগ, জনসংযোগ বিভাগের প্রধানরা ওই সভায় উপস্থিত ছিলেন।
সভায় ব্যাংকের সব শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং ও কার্ড ডিভিশনের ২০২১ সালের অর্জিত ব্যবসা মূল্যায়ন করা হয় এবং ২০২২ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ওপর পর্যালোচনা করা হয়।