মায়ের শোক ভোলাতে প্রেমিকের বাবাকে বিয়ে!

 

প্রেমিকের মা দুনিয়া ছেড়েছেন ক’দিন আগে। তাই মা হারা কষ্টে মনোকষ্টে দনি কাটছে তার। আর সেই তরুণ প্রেমিকের মায়ের অভাব গোছাতে তার বাবাকে বিয়ে করে নিলেন প্রেমিকা।

লন্ডনের এই ঘটনা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রেমিকা নিজেই তার টিকটক বার্তায় জানিয়েছেন এই খবর। বলেছেন, শুধুমাত্র প্রেমিকের মুখে হাসি আনতেই এই কাজ করেছেন তিনি।

এক ভিডিও বার্তায় প্রেমিকা বলেন, ‘কয়েক দিন আগে আমার প্রেমিকের মা মারা যান। আমি চাইনি ও দুঃখে থাকুক। তাই আমি ওর বাবাকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। তার ফলে আমার প্রেমিক আবার মা পেল। মায়ের অভাব বোধ হবে না ওর।’

এদিকে নেট দুনিয়ায় প্রেমিকার এমন বার্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে যেমন তার এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন, তেমনি বিষয়টি নিয়ে অবাকও হয়েছেন। নানা মন্তব্য ছুড়েছেন ফলোয়াররা।