ফের অশান্ত মধ্যপ্রাচ্য। এই মুহূর্তে সমগ্র বিশ্ব বিশেষ করে এশিয়া মহাদেশ যেন দাঁড়িয়ে রয়েছে বারুদের স্তুপের ওপরে। হামলা, পাল্টা হামলায় বাড়ছে সংঘর্ষের আশঙ্কা। এরই মাঝে খবর পাওয়া গেল, ইরাকের যুদ্ধবিমান ঘাঁটিতে একযোগে অনেকগুলো রকেট হামলার ঘটনা ঘটেছে।
সূত্রের খবর অনুযায়ী, রোববার ইরাকের বালাদ এয়ার বেসের ভিতরে মোট সাতটি মর্টার হামলা করা হয়। এ হামলার ফলে কমপক্ষে ৪ জন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই ইরাকি কর্মকর্তা ও বিমানবাহিনীর দুই সদস্য বলে জানা গেছে।
ইরাকের সেনা সূত্র মারফৎ জানা যায়, বিমান ঘাঁটির ভিতরে রানওয়ের ওপর ওই মর্টার হামলা চালানো হয়। যদিও বড় কোনও ক্ষতি হয়নি। বেশ কয়েকটি রকেট বালাদ বিমানঘাঁটির রানওয়েতে আঘাত হানে। ফটকেও পড়েছে একটি রকেট।
উত্তর ইরাকি প্রদেশ সালাদিনের পুলিশ কর্মকর্তা কর্নেল মোহাম্মদ খলিল জানান, ওই বিমানঘাঁটিতে মার্কিন সেনারাও অবস্থান করছিল। তবে এখন পর্যন্ত রকেট হামলার দায় কেউ স্বীকার করেনি কেউ।