মানিকগঞ্জের শিবালয়ে একটি কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি হয়েছে। শনিবার (২ মার্চ) রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল (বনগ্রাম) জান্নাতুল বাকি কবরস্থানে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কবরস্থানের বেশ কিছু কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। কবরস্থানের ১০টি কবর আংশিকভাবে এবং ৮টি কবর পুরোপুরি খোঁড়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, ঘটনাটির তদন্ত চলছে।
এর আগেও মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর এলাকায় আরও বেশ কয়েকটি কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।