মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আলী মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছেন স্থানীয় এক নেতা। কামরুজ্জামান লিটন মুন্সী নামের ওই আওয়ামী লীগ নেতা সম্প্রতি দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে অভিযোগ দায়ের করেন।
মোহাম্মদ আলী মুন্সী সদর উপজেলার ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। অভিযোগে বলা হয়, এলাকার সব অপকর্মের হোতা মোহাম্মদ আলী মুন্সী। দুই সন্তানের মাধ্যমে স্থানীয় মানুষ ও হিন্দু সম্প্রদায়ের থেকে নিয়মিত চাঁদাবাজি করেন। এর আগে দলীয় নেতাকর্মীদের মারধর, দলের অফিসে হামলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের ছবি ভাঙচুর করেন। র্যাব তার বাড়ি থেকে অস্ত্রশস্ত্রও উদ্ধার করেছিল। সরকারি জায়গায় দোকান তুলে ভাড়া দিয়েছেন। প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার চেক জালিয়াতির মামলাও তার বিরুদ্ধে তদন্তাধীন। এ ছাড়া খাল খননের নামে সাধারণ মানুষের বসতবাড়ি ও রাস্তাঘাটের ক্ষতিসাধন করেছেন বর্তমান চেয়ারম্যান।
অভিযোগে লিটন মুন্সী আরও বলেন, বিএনপি সরকারের আমলে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি হয়েছিলেন আমার বাবা ও ভাই। প্রায় ১৬-১৭টি মামলার আসামি হয়ে ফেরারি জীবনযাপন করেছি। বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও চেয়ারম্যানের অত্যাচারে এলাকায় থাকতে পারছি না। অভিযোগের বিষয়ে মোহাম্মদ আলী মুন্সী
গণমাধ্যমকে বলেন, আমি তিনবারের চেয়ারম্যান। এবারও প্রার্থী। অনেকেই প্রার্থী হয়েছে। যেসব অভিযোগ দিয়েছে, তা কেবল অভিযোগের জন্যই অভিযোগ দেওয়া, ভিত্তিহীন। মামলা রয়েছে, দোষী কিনা আদালতে প্রমাণ হবে।