ভারতের সঙ্গে আমাদের বিরোধ নেই : ফখরুল

 

প্রতিবেশী রাষ্ট্রের সমর্থনে ক্ষমতায় টিকে থাকতে সরকার অবৈধ চুক্তি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাজধানীর একটি হোটেলে এসোসিয়েশান অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ -এ্যাব আয়োজিত “ফেনী নদীর পানি প্রত্যাহার চুক্তি : বাংলাদেশের সম্ভাব্য বিপর্যয়” শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় দেশকে রক্ষা করতে হলে সরকারের পতন জরুরি উল্লেখ করে এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, আমরা কখনোই ভারতের বিরুদ্ধে করা বলি না। ভারতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। সমস্যা হচ্ছে, আজ এমন একটা সরকার যে আমাদের সমস্যাগুলো নিয়ে ভারতের সঙ্গে কথা বলতে পারে না।

তিনি বলেন, সেই শক্তি তাদের নেই। তাদের সেই ক্যাপাবিলিটি নেই। কারণ সে ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের ওপর নির্ভর করে।