দক্ষিণের বারান্দা পশ্চিমবঙ্গ ভারত' এর আয়োজনে
ভারতের মাটিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়

তামশিরুল হক ইরফান, এসইইউঃ

“ভারত-বাংলাদেশের সংস্কৃতি এক ও অভিন্ন” এই ধারাবাহিকতায় দক্ষিণের বারান্দা পশ্চিমবঙ্গ ভারত’ এর আয়োজনে “ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব” আয়োজিত হয়। ভারতের রোটারি সদন অডিটোরিয়াম, কলকাতায় এই সাংস্কৃতিক উৎসবটি আয়োজিত হয়।

ভারতের আমন্ত্রণে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের একদল সাংস্কৃতিমনা প্রতিভাবান তরুণ-তরুণী এই সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণ করে বাংলাদেশের সংস্কৃতি দেশের বাহিরের মাটিতে তুলে ধরে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মঞ্চ নাটক, গান, নৃত্য, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয় অংশ নেন।

আয়োজনটিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাব সাউথইস্ট কালচারাল সোসাইটি এবং সাউথইস্ট মুভি ও ড্রামা ক্লাবের সদস্যরা।


ভারত-বাংলাদেশের যৌথ এ সাংস্কৃতিক উৎসবটিতে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টিম কে সর্বাত্নক সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপার্সন রুবা রুম্মানা, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও সাউথইস্ট কালচারাল সোসাইটির এসিস্ট্যান্ট মডারেটর ড. শামস আলদীন এবং ইংরেজি বিভাগের প্রভাষক ও সাউথইস্ট মুভি এন্ড ড্রামা ক্লাবের মডারেটর শুহরাত তিসি।

উৎসব শেষে ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।