নারায়ণগঞ্জ সদরে নির্মাণাধীন বহুতল ভবনের উপর থেকে শাবল পড়ে পথচারী সাবেক ফুটবলারের স্ত্রীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম জাহানারা বেগম । তিনি শহরের খানপুরের কাজীপাড়া এলাকার সাবেক ফুটবলার জাকির হোসেনের স্ত্রী এবং এক সময়ের জনপ্রিয় ফুটবলার সম্রাট হোসেন এমিলির ফুপাতো বোন।
নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে খানপুরে নিজ বাসায় ফেরার পথে মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন জাহানারা।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নির্মাণাধীন ১১ তলা ভবনের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি।
হঠাৎ উপর থেকে একটি শাবল তার মাথার উপর পড়ে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।