ব‌রিশা‌লে ডিউটিরত অবস্থায় ‌বাসের চাপায় পুলিশ সদস্য নিহত

ব‌রিশা‌লে বা‌সের চাপায় মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ট্রা‌ফিক বিভা‌গের এক কন‌স্টেবল নিহত হ‌য়ে‌ছে। শ‌নিবার সন্ধ‌্যা সা‌ড়ে ৭টার দি‌কে নগরীর রুপাতলীর উকিল বা‌ড়ির সাম‌নে এই দুর্ঘটনা ঘ‌টে। নিহত নেজারুল (৪৫) ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ট্রা‌ফিক বিভা‌গে কর্মরত ছি‌লেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ট্রা‌ফিক বিভা‌গের ইন্স‌পেক্টর আব্দুর র‌হিম ব‌লেন, রুপাতলী থে‌কে আটককৃত এক‌টি অটো গা‌ড়ি নি‌য়ে নেজারুল পু‌লিশ লাই‌নের দি‌কে আস‌ছি‌ল।প‌থিম‌ধ্যে উকিলবা‌ড়ির সাম‌নে বিপরীত দিক থে‌কে আসা ঝালকা‌ঠিগামী দো‌য়েল প‌রিবহ‌ণের এক‌টি বাসের (দিনাজপুর জ ১১ ০২৯৬) সা‌থে অটো‌টির মু‌খোমু‌খি সংঘর্ষ হয়।

এসময় অটোচাল‌ক অটো থে‌কে লাফ দি‌লেও নেজারুল অটোসহ বা‌সের নি‌চে চাপা প‌রে। তা‌কে উদ্ধার ক‌রে শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকার উদ্দেশ্যে রওনা হ‌লে ইচলাদী টোল ঘর এলাকায় ব‌সেই মৃত‌্যু হয় নেজারু‌লের। দো‌য়েল প‌রিবহ‌ণের বাস‌টি আটক করা হয়ে‌ছে। ত‌বে চালক বা হেলপার কাউকে আটক করা যায়‌নি।

নেজারু‌লের মর‌দেহ ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে র‌য়ে‌ছে ব‌লে জানান ট্রা‌ফিক পু‌লি‌শের এই কর্মকর্তা।