ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন

 

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪১ লাখ ২৬ হাজার ৮৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৫ কোটি ৯৬ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রোববার ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের শেয়ার। এই কোম্পানি ৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এসিআই ৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সোনারবাংলা ইন্স্যুরেন্স ১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্যাংক এশিয়া, ন্যাশনাল টিউবস ও সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।