ব্র্যাক ব্যাংকের ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ব্র্যাক ব্যাংকের ৬০০ কোটি টাকার নন-কনভার্টিবল, ফিক্সড কুপন সিনিয়র বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি। গতকাল বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৯৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঁচ বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট্য কুপন বিয়ারিং, পুরোপুরি অবসায়নযোগ্য, আনসিকিউরড, ফিক্সড কুপন। বন্ডটির একটি অংশ ৪২৫ কোটি টাকা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং বাকি অংশ ১৭৫ কোটি টাকা ব্যাংক, করপোরেট, বীমা কোম্পানি, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি, মিউচুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক, অনিবাসী বাংলাদেশীসহ উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট অফারের মাধ্যমে ইস্যু করা হবে।