ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু রোববার ( ২৮ জুলাই) মতিঝিলে ডিএসইর বেশকিছু ব্রোকারেজ হাউজ পরিদর্শন করেন। তিনি ব্রোকারেজ হাউজে ট্রেকহোল্ডার প্রতিনিধি ও বিনিয়োগকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লেনদেনে কার্যক্রমে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন। ভবিষ্যতে পুঁজিবাজারের যেকোনো ক্রান্তিকালে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান ডিএসই চেয়ারম্যান। এ সময় তার সঙ্গে ছিলেন ডিএসইর মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানসহ আরো অনেকে। —বিজ্ঞপ্তি
এন এস