ব্যবসা উন্নয়ন সভা করেছে জেনিথ ইসলামী লাইফ

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ০৯ নভেম্বর হবিগঞ্জের চুনারুঘাট সেলস অফিসে এই আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা  এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন।

সাইদ আব্দুল মোতালেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চুনারুঘাট অফিসের উন্নয়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি সকলকে স্ব স্ব লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।