বোমা হামলায় তালেবানের জেলা পুলিশ প্রধান নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে গাড়িতে বোমা হামলার ঘটনায় তালেবানের জেলা পুলিশ প্রধান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।

তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার শিগাল জেলা পুলিশ প্রধানকে লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ প্রধান নিহত হয়েছেন।খবর এএফপির।

কুনার সেন্ট্রাল হাসপাতালের এক চিকিৎসক বলেন, আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪ জন তালেবান সদস্য ও ৭ জন বেসামরিক মানুষ।

এএফপি খবরে বলা হয়, এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এর আগে এ ধরনের হামলার দায় স্বীকার করেছিল আফগানিস্তানের পূর্বাঞ্চলে সক্রিয় থাকা ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) গ্রুপ।